নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের জনপ্রিয় কৌতুক অভিনেতা আহসান আলী (ভাদাইমা)আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)।

রোববার (২২ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।বিষয়টি দাইন্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।আহসানের শ্যালক জজ আলী জানান, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন আহসান আলী। এছাড়া তার লিভারেও পানি ছিল। আজ সকালে তিনি হঠাৎ অসুস্থ হলে তাকে প্রথমে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন জানান, মরদেহ হাসপাতালে রয়েছে। বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।