লোকাল নিউজ ডেস্ক:টাঙ্গাইলের একটি স্থানীয় দৈনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত তরুণ সাংবাদিক মুক্তার হাসান জটিল রোগে (লো ব্যাক পেইন) ভুগছেন। শরীরের মধ্যাংশ কর্মক্ষম হয়ে পড়ায় তিনি নিজে চলাফেরা করতে পারছেন না। কৃত্তিমভাবে মল-মূত্র ত্যাগ করতে হচ্ছে। তিনি জন্ম থেকেই বাম হাতের কব্জি বিহীন একজন শারিরীক প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেন।

শারীরিক ত্রুটির চোখ রাঙানি উপেক্ষা করে আত্মসম্মান নিয়েই বেড়ে উঠেছেন। বেছে নিয়েছেন সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশা। সাংবাদিক হিসেবে মেধার স্বাক্ষর রেখে দেশ ও সমাজ গঠনে বিশেষ ভূমিকা রেখে চলেছেন। ইতোমধ্যে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি বর্তমানে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিবন্ধী হলেও ছয় সদস্যের সংসারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অর্থাভাবে তিনি ব্যায়বহুল চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন। ইতিমধ্যে ধার-দেনায় জর্জরিত হয়ে পড়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় সংসারে টানাপোড়েন চলছে। মুক্তার হাসান বলেন, আমি বাঁচতে চাই। আমি ছাড়া পরিবারে উপার্জনক্ষম কেউ নেই। আমি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমাকে বাঁচান। প্রতিশ্রæতিশীল সাংবাদিক মুক্তার হাসানের সুচিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সাহায্যের আবেদন জানানো হয়েছে। মহান আল্লাহর ইচ্ছায় স্ব-হৃদয়বান ব্যক্তির সহযোগিতায় একজন উদীয়মান সাংবাদিক আবারও সুস্থ্য জীবন ফিরে পেতে পারেন। সাংবাদিক মুক্তার হাসানকে সাহায্যের জন্য বিকাশ (পার্সোনাল) নম্বর- ০১৭২৪১৯১৯৪৭।