আ: রশিদ তালুকদার ঃ টাঙ্গাইলের কালিহাতী অংশে যমুনা ও ধলেশ্বরী নদী থেকে প্রভাবশালী মহলের অবৈধ বালু উত্তোলণের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অবরোধ ও ঝাঁড়– হাতে নিয়ে মিছিল করেছে ক্ষতিগ্রস্থ বিক্ষুদ্ধ এলাকাবাসী।

সোমবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবোধ করেন। এতে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। পরে দুপুর ১২ টার দিকে থানা প্রশাসনের আশ্বাসে অবরোধ ও বিক্ষোভ বন্ধ করে দেয় জনতা।
এলাকাবাসীরা অভিযোগ করে জানান, দলীয় রাজনৈতিক প্রভাব দেখিয়ে দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলণ করে আসছিল। এমন অবস্থায় কিছু দিন বালু উত্তোলণ বন্ধ থাকার পর গতকাল রবিবার (৩ নভেম্বর) বালু উত্তলণের জন্য ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলণের চেষ্টা করলে বাধা দেয় জোকারচর এলাকার চান্দু সরকারের ছেলে মাসুদ। পরে রাতেই এমন ঘটনায় মাসুদ রানাকে আটক করে থানা পুলিশ। সকালে আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয় স্থানীয়রা। পরে মহাসড়ক অবরোধ করে মাসুদ রানাকে মুক্তি ও বালু উত্তোলণ বন্ধে বিক্ষোভ করেন তারা। কালিহাতী থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন প্রতিবাদকারী মাসুদ কে আটকের বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বলেন, বালু উত্তোলণ কারীদের মারধরের ঘটনায় গতকাল রবিবার একটি মামলা দায়ের হয়। পরে তাকে রাতে গ্রেফতার করা হয়। তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, এলাকাবাসীরা অভিযোগ করতেই পারে আপনারা সংবাদকর্মীদের কাছে। আমি এক মিটিংয়ে ব্যস্ত আছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার রহমান জানান, এলাকাবাসীর অভিযোগ বিষয়ে ও বালু উত্তোলণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নেয়া হবে। পরে অবোধ বিক্ষোভ মিছিল তুলে নেয় তারা।