নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর, গোপালপুর এবং সদর উপজেলার যমুনা তীরবর্তি চরাঞ্চলের অসহায়, দরিদ্র ৩ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশে সামাজিক দূরত্ব বজায় রেখে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এতে তিনটি উপজেলার অন্তত ১০টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ৩ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, পিয়াজসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি ছাইদুল হক ছাদু, জিয়াউল হক শাহীন, আতাউর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী, সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির প্রচার সমপাদক একেএম মনিরুল হক মনির,আব্দুল্লাহেল কাফী সাহেদ,মনিরুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদল সভাপতি সালেহ মো. সাফী ইথেন, সাধারন সম্পাদক নুরুল ইসলামসহ অন্যান্য উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।