টাঙ্গাইলে আবারো কালীমন্দিরের প্রতিমা ভাংচুর
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে আবারো কালীমন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বাংড়া ইউনিয়নের নাথপাড়ায় সুবীর কুমার নাথের বাড়ীর মন্দিরে এ ঘটনা ঘটে।
এসময় মন্দিরের ভেতরে থাকা পাঁচটি প্রতিমা ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। অন্যদিকে মঙ্গলবার দিবাগত রাতে একই উপজেলার ছিলিমপুর সেনপাড়ার সার্বজনীন কালীমন্দিরের তালা ভেঙ্গে প্রতিমা ভাঙচুর করা হয়। রাতের ব্যবধানে দুইটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় এলাকার হিন্দু সমাজের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মন্দিরের কেয়ারটেকার বিমল বর্মণ বলেন, বুধবার সকালে মন্দিরের ভেতরে প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পাই। সেখানে কে বা কারা কালী, মহাদেব, শীতলা, যগিনীসহ মোট পাঁচটি প্রতিমা ভাঙচুর করে ফেলে রেখেছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল মনির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ কুমার দত্ত মানু প্রমুখ।
ওই বাড়ীর মালিক সুবির কুমার নাথ বলেন, এই মন্দিরটি প্রায় ৭০ বছরের পুরনো। এখানে প্রতি বছর কালী ও শীতলা পূজা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের সময়েও মন্দিরে হামলা হয়নি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে অপরাধীরাদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, নাথপাড়া মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতরা দ্রুত গ্রেফতার হবে বলে আশা করছি।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, একটি চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করছে। অপরাধীদের ধরতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। একজনকে ধরতে পারলেই পুরো গ্যাং বের হয়ে আসবে
আপনার মতামত লিখুন