খুঁজুন
মঙ্গলবার, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে আবারো কালীমন্দিরের প্রতিমা ভাংচুর

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯, ১১:১৯ অপরাহ্ণ
টাঙ্গাইলে আবারো কালীমন্দিরের প্রতিমা ভাংচুর

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে আবারো কালীমন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বাংড়া ইউনিয়নের নাথপাড়ায় সুবীর কুমার নাথের বাড়ীর মন্দিরে এ ঘটনা ঘটে।
এসময় মন্দিরের ভেতরে থাকা পাঁচটি প্রতিমা ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। অন্যদিকে মঙ্গলবার দিবাগত রাতে একই উপজেলার ছিলিমপুর সেনপাড়ার সার্বজনীন কালীমন্দিরের তালা ভেঙ্গে প্রতিমা ভাঙচুর করা হয়। রাতের ব্যবধানে দুইটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় এলাকার হিন্দু সমাজের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মন্দিরের কেয়ারটেকার বিমল বর্মণ বলেন, বুধবার সকালে মন্দিরের ভেতরে প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পাই। সেখানে কে বা কারা কালী, মহাদেব, শীতলা, যগিনীসহ মোট পাঁচটি প্রতিমা ভাঙচুর করে ফেলে রেখেছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল মনির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ কুমার দত্ত মানু প্রমুখ।

ওই বাড়ীর মালিক সুবির কুমার নাথ বলেন, এই মন্দিরটি প্রায় ৭০ বছরের পুরনো। এখানে প্রতি বছর কালী ও শীতলা পূজা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের সময়েও মন্দিরে হামলা হয়নি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে অপরাধীরাদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, নাথপাড়া মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতরা দ্রুত গ্রেফতার হবে বলে আশা করছি।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, একটি চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করছে। অপরাধীদের ধরতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। একজনকে ধরতে পারলেই পুরো গ্যাং বের হয়ে আসবে

শেখ হাসিনার বিচারের দাবিতে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৫:২৯ অপরাহ্ণ
   
শেখ হাসিনার বিচারের দাবিতে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (১১ নবেম্বর) সকালে ১১টায় ইউনিয়ন পরিষদ মাঠ থেকে শুরু গোবিন্দাসী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থান শেষ করেন।মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখন ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহিন বলেন, রাষ্ট্র সুন্দর ভাবে চলতেছিলো কিন্তু নিষিদ্ধ সংগঠন দ্বারা এই সুন্দর রাষ্ট্র বিননষ্ট করার চেষ্টা চলছে। আমরা শহীদ জিয়া সৈনিকেরা থাকতে এটা হতে দিবো না। বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নিয্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকান্ডের বিচারের দাবি জানাই।এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকছুদ জামিল মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলম মন্ডল, উপজেলা বিএনপির কুটির শিল্প বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রবি, সিনিয়র সহ সভাপতি খাইরুল মাষ্টার, সিনিয়র যুগ্ম সম্পাদক শিবলী সাদিক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম সবুজ, যুবদলের সভাপতি মাসুদ রানা, ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান সিনহা প্রমুখ।

ঘাটাইলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গন সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ১০:৩৩ অপরাহ্ণ
   
ঘাটাইলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গন সমাবেশ অনুষ্ঠিত
  1. নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৯ নভেম্বর)দুপুরে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঘাটাইল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ গন সমাবেশের আয়োজন করা হয়।

গণ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান মন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাড. আহম্মেদ আযম খান। অনুষ্ঠানে প্রধান বক্তা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালা উদ্দিন টুকু।বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,,( ঢাকা বিভাগ)কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো,টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন,সাধারণ  সম্পাদক এ্যাডঃ ফরহাদ ইকবাল।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল হক ছানা,সাধারণ  সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, পৌর  বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ বাসেত করিম,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, সাইফুল হেলাল বিশ্ববাসি প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল,ছাত্রদল,শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালিহাতীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ২:৩৪ অপরাহ্ণ
   
কালিহাতীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক:  টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আবদুল আলীম (৪৮) নামে এক কিন্ডারগার্টেনের শিক্ষক নিহত হয়েছেন। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

(more…)