টাঙ্গাইলে এবার নারী স্বাস্থ্য সহকারী করোনায় আক্রান্ত

আ: রশিদ তালুকদার, : টাঙ্গাইলে নতুন করে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। তিনি টাঙ্গাইল পৌর এলাকার ডিস্ট্রিক কোয়াটারের বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট ২৭ জনের দেহে করোনার ভাইরাসে শনাক্ত হলো। এ ঘটনার পর সোমবার একটি বিল্ডিং লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
সোমবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রবিবার জেলা থেকে মোট ৮৫ টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে সোমবার সকালে ঢাকা থেকে একজনের আক্রান্তের বিষয়টি জানানো হয়। এখন পর্যন্ত ২ জন ঢাকায় মারা যায়। আর সুস্থ হয় ৭ জন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, আক্রান্ত ওই নারী সদর উপজেলার স্বাস্থ্য সহকারী। তিনি যেখানে বসবাস করতেন ওই বিল্ডিং লকডাউন করে দেয়া হয়েছে। সেখানে ১২ টি পরিবার রয়েছেন। আক্রান্ত ওই স্বাস্থ্য সহকারী নিজ বাসাতেই আইসোলেশনে আছেন। এই স্বাস্থ্য সহকারীর বাসায় উপজেলা প্রশাসন থেকে ডাব, তরমুজ, বাঙ্গীসহ বিভিন্ন ধরণের মৌসুমি ফল দেয়া হয়েছে। তার মনোবল ঠিক রাখার জন্য উপজেলা প্রশাসন সার্বক্ষণিক সকল ধরণের সহযোগিতা নিয়ে পাশে থাকবে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্র জাহিদ হাসানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্র জাহিদ হাসানের হত্যাকারীদের দ্রƒত সময়ের মধ্যে গ্রেপ্তারের পর আইনের আওতায় …

Leave a Reply

Your email address will not be published.