টাঙ্গাইলে করোনাভাইরাসে নতুন করে একজন চিকিৎসক আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে প্রাণঘাতি করোনাভাইরাসে নতুন করে আরও একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।

ওই চিকিৎসকের বাড়ি জেলার ঘাটাইল উপজেলা হলেও তিনি টাঙ্গাইল শহরের কলেজ পাড়া ৬ নং ওয়ার্ডে বাসা ভাড়া নিয়ে থাকেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে। তিনি সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদা রায় বলেন, গত কয়েকদিন ধরে ওই চিকিৎসকের মাথা ও শরীরে ব্যথা এবং সেই সাথে শরীর দূর্বল ছিল। তাই মঙ্গলবার (২৮ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে বুধবার (২৯ এপ্রিল) ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার তার নমুনার ফলাফল পজেটিভ আসে।

তিনি আরো বলেন আক্রান্ত ওই চিকিৎসক সরাসরি কোনো রোগী দেখেননি। তিনি করোনায় নমুনা সংগ্রহের দায়িত্বে থাকলেও কোনো নমুনা সংগ্রহ করেননি। আক্রান্তের বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

মির্জাপুরে বাবাকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে বাবা আউয়ালকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান …

Leave a Reply

Your email address will not be published.