নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছে। আর নতুন করে ৫৯২ জনের নমুনা পরীক্ষা করলে পজিটিভ শনাক্ত হয় ২০৫ জন। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৬৩ শতাংশ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৯২ জনের নমুনা পরীক্ষায় ২০৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৬ জন এবং উপসর্গ নিয়ে আরও ৪ জন মারা গেছেন।েএ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৭৩ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯১১ জন।