নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নতুন করে আরো ৫১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৭’শ ৯৩ জনে।

নতুন আক্রান্তরা হলো- কালিহাতী ১ জন , মির্জাপুরে ১ জন, দেলদুয়ার ২ জন, গোপালপুরে ২ জন, ধনবাড়ী ৩ জন, মধুপুরে ৪ জন, ঘাটাইলে ৮ জন, সখিপুরে ৯ জন এবং সদরে ২১ জন।
শুক্রবার (৭ আগষ্ট) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোঃ ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকায় পাঠানো ২৪২টি নমুনা থেকে প্রাপ্ত ফলাফলে ৫১ জনের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৭’শ ৯৩ জনে। এর মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ৬৫০ জন। মোট মৃত্যু হয়েছে ৩০ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১১৩ জন।