নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে করোনায় ভাইরাসে গত ২৪ ঘন্টায় (৮ জুলাই) আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আক্রান্ত হয়ে মারা গেছে ৭ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে ৩ জন।

টাঙ্গাইল জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানাযায়,৬৪৬টি নমুনা পরীক্ষার রির্পোটে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৫৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৫৭৫ জন। সর্বমোট মারা গেছে ১৪৬ জন। জেলার হাসপাতাল গুলোতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১২১ জন।আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৫ হাজার ৫৯ জন।শনাক্তের হার শতকরা ৩৯ দশমিক ৩১ ভাগ।