টাঙ্গাইলে করোনায় নতুন করে ২০ জনসহ মোট শনাক্ত ৩৭৯

নিজস্ব প্রতিবেদকঃ: টাঙ্গাইলে প্রতিদিনই বেড়ে চলেছে নতুন আক্রান্তের সংখ্যা। আবারও একদিনে নতুন ২০জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলার মোট শনাক্তের সংখ্যা ৩৭৯ জন। বৃহস্পতিবার (১৮ জুন) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১১ জুন তারিখে পাঠানো ১৪৬টি নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে ২০টি করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে মির্জাপুরে ৬ জন, ভূঞাপুরে ৬ জন, গোপালপুরে ৪ জন, দেলদুয়ারে ২ জন, সখীপুর ১ জন ও ধনবাড়ী ১ জন পজেটিভ শনাক্ত হয়েছে।

নতুন ২০ জনসহ টাঙ্গাইলে সর্বমোট পজেটিভ ৩৭৯ জন। এর মধ্যে এর মধ্যে মির্জাপুর ৯৫, সদর ৫৯, নাগরপুর ৩৩, কালিহাতী ৩২, মধুপুর ২৮, দেলদুয়ার ২৮, ঘাটাইল ২১, ধনবাড়ী ২১, গোপালপুর ২১, ভূঞাপুর ১৯, সখীপুর ১৪ এবং বাসাইল ৮।

এই সময়ে টাঙ্গাইলে ৬ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করছেন। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৭ জন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

মির্জাপুরে বাবাকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে বাবা আউয়ালকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান …

Leave a Reply

Your email address will not be published.