নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে করোনায় আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ৬ জন। এছাড়া নতুন করে আরো ১৪ জন আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে টাঙ্গাইলে মোট করোনায় আক্রান্তের সংখ্যা হলো ২৬৬ জন। নতুন আক্রান্ত ১৪ জন হলো- গোপালপুর ৪ জন, টাঙ্গাইল সদর ৩ জন, মির্জাপুর ৩ জন, দেলদুয়ার ২ জন, মধুপুর ১ জন ও কালিহাতী ১ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, দেলদুয়ার উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। এতে টাঙ্গাইলে মৃত্যুর সংখ্যা হলো ৬ জন। এছাড়া গত ৩ জুন ১২৯ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। এতে নতুন করে আরো ১৪ জনের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ২৬৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন।