টাঙ্গাইলে করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৫

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছে। জেলায় নতুন করে ১৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন জানান, ৭০৭ টি নমুনা পরীক্ষা করে ১৯৫ জনের করোনা সনাক্ত হয়েছে । শনাক্তের হার শতকরা ২৭ দশমিক ৫৮ ভাগ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪৪ জন।বুধবার আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৭ হাজার ২২৫ জন। সর্বমোট মারা গেছে ২০৭ জন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস …

Leave a Reply

Your email address will not be published.