নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শুভ উদ্বোধন উপলক্ষ্যে শোভাযাত্রা হয়েছে।বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) দুপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টাঙ্গাইল ক্রিকেট উপ-পরিষদের ব্যবস্থাপনায় স্টেডিয়াম থেকে এ শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাঙ্গাইল স্টেডিয়ামে এসে শেষ হয় এটি।

এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের ডিসি (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, টাঙ্গাইল ক্রিকেট উপ-পরিষদের সভাপতি ফারুক হোসেন মানিক, সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন প্রমুখ।
এ সময় বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়রা ও স্টেডিয়ামের কর্মকর্তরা উপস্থিত ছিলেন। পরে এ বিষয়ে সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা হয়।