টাঙ্গাইলে চাল আত্মসাৎ করার ঘটনায় আ: লীগ নেতা দল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ১০ টাকা কেজি মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ করার ঘটনায় আওয়ামী লীগ নেতা এসএম ইব্রাহীমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কুতুব উদ্দিন এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত শিকদার দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

তারা জানান, অসহায়, গরিব হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের বিশেষ প্রকল্প ১০ টাকা কেজি মূল্যের ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ এর চাল আত্মসাৎ ও নানা অপকর্মে লিপ্ত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈশ্বিক মহামারি দুর্যোগের মুহূর্তে সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে সে অসহায় ও গরিবদের চুরি করেছে। একজন চাল চোর খেতাবধারী লোক কখনও আওয়ামী লীগের মতো ঐতিহাসিক রাজনৈতিক দলের সদস্য থাকতে পারে না।

উল্লেখ, গত মঙ্গলবার রাতে খাদ্যবান্ধব কর্মসূচির ১২ বস্তা চাল উদ্ধার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। উপজেলার বহুরিয়া ইউনিয়নের চতলবাইদ ভাতকুড়াচালা গ্রামের দুইটি বাড়ি থেকে ওই ১২ বস্তা চাউল উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও আওয়ামী লীগ নেতা এসএম ইব্রাহীম এলাকা ছেড়ে পালিয়ে যান। এসএম ইব্রাহীম উপজেলার বহুরিয়া ইউনিয়নের ভাতকুড়াচালা বাজার বিক্রয়কেন্দ্রের ১০ টাকা মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ছিলেন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

মির্জাপুরে বাবাকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে বাবা আউয়ালকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান …

Leave a Reply

Your email address will not be published.