নিজস্ব প্রতিবেদকঃ ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরেআলম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাংগাইল জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার বিকেলে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল নেতাকর্মীরা। এসময় জেলা ছাত্রদলের দূর্জয় হোড় শুভ’র সভাপতিত্বে ও সদস্য সচিব এম. এ বাতেনের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক একেএম মনিরুল হক, সাবেক ছাত্রদল নেতা আবিদ হোসেন ইমন প্রমুখ। এছাড়াও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ কবির সুমন, শাকিলুর রহমান শাওন, শিকদার মোঃ মাজেদুর রহমান, আতিকুর রহমান সোহান, লুৎফর রহমান চঞ্চল, হাসান আলী, মোঃ রানা আহমেদ, মোঃ আল আমিন সরকার, নূরনবী, রাকিব হোসেন, মোঃ জুলকার নাইম শিশির, কায়সার রহমান লিমন, মীর নাঈম, জেলা ছাত্রদলের সম্মানিত সদস্য বৃন্দ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার হাসান শাতিল, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, শহর ছাত্রদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান আলী রিমন, সদস্য সচিব কামরুজ্জামান আকাশ, সরকারি এম এম আলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ সুমন, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মোঃ শহীদুর রহমান মনিরসহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, আর যদি কোন মায়ের বুক খালি করা হয় সারাদেশকে অচল করে দেওয়া হবে। পুলিশ বাহিনীকে বলবো আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, সংসার চলে, দয়া করে একটি দলের পক্ষ নিয়ে আমাদের উপর গুলি চারাবেন না। যদি দলের হয়ে গোলামী করার ইচ্ছা থাকে তাহলে পুলিশের পোশাক খুলে মুজিব কোট পরুন।
