টাঙ্গাইলে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাস চালক আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্বগোলচত্বর গোবিন্দগঞ্জ স্পেশাল নামের বাসের দুর্র্র্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রধান আসামী বাস চালক শাইনুল ইসলামকে গ্রেফতাকে করেছে বঙ্গবন্ধু পূর্ব থানা পুলিশ।

মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে গাইবান্ধা জেলা গোবিন্ধগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আরজী সাহাপুর গ্রামের মৃত আলেপ উদ্দিন এর ছেলে। ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোলচত্তর এলাকায় রাস্তা পারাপারের সময় দুইজন শিক্ষার্থী নিহত হয়। দুজনই টাঙ্গাইল ম্যাটস এ অধ্যায়নরত এবং শেখ হাসিনা মেডিকেল কলেজে ইন্টার্নি করতেছিল।
নিহত ঘটনার খবর শুনে টাঙ্গাইলে শিক্ষার্থীরা বিক্ষোপ, প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে। জরিতদের গ্রেফতার এবং বিচারের দাবি জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ, কাজী আয়ূবুর রহমান বলেন এসআই জায়েদ আব্দুল্লাহ বিন ছরওয়ার ও সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় গোপন সংবাদ ভিত্তিতে গাইবান্ধা জেলা গোবিন্ধগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে (১৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে বাস চালক শাইনুল ইসলামকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় গাড়ি চাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় গাড়ি চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বুধবার …

Leave a Reply

Your email address will not be published.