নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে প্রতিদিনই থাকছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা নতুন করে আরো ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৪৪১ জনে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২ জন, মধুপুরে ২ , মির্জাপুর ১১ , কালিহাতী ১। করোনায় জেলায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার(২২ জুন) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ঢাকায় পেরিত নমুনার ফলাফলের মধ্যে সোমবার সকালে নতুন করে ১৬ জনের পজেটিভ আসে। এখন পর্যন্ত মোট ১০ জনের মৃত্যু হয়, এছাড়া চিকিৎসাধীন রয়েছে ২৭৯ জন। আর ১৫২ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। টাঙ্গাইলে সব চেয়ে যুকিপূর্ন উপজেলা হচ্ছে মির্জাপুর।