নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নতুন করে করোনাখাইরাসে আক্রান্ত হয়েছে ৩০ জন। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্ত হলো ৪৭৬ জন।

বৃহস্পতিবার( ২৫ জুন )সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন আক্রান্তরা হলো টাঙ্গাইল সদরে ১ জন, দেলদুয়ারে ২ , সখীপুরে পুলিশের এএসআই একজন , মির্জাপুরে ২০ , ভূঞাপুরে ৪ জন ও গোপালপুর উপজেলায় ২ জন রয়েছে।
জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ১৬২ জন। মারা গেছে মোট ১১ জন। নমুনা সংগ্রহের রিপোর্ট পেন্ডিং রয়েছে ৯১৮টি। বাড়িতে ও আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ২৮১ জন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে সর্বমোট ২১ জন রোগী ভর্তি হয়। তাদের মধ্যে ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।