নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে নতুন করে ২৫ জন করোনা রোগী সনাক্ত টাঙ্গাইলে নতুন করে ২৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

বুধবার (১ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান জানান, এদের মধ্যে নতুন রোগী টাঙ্গাইল সদর ৮, মির্জাপুর ৮, সখীপুর ৩, ধনবাড়ী ৩, কালিহাতী ১, ঘাটাইল ১ ও ভুঞাপুর ১ জন।এনিয়ে টাঙ্গাইল জেলায় সর্বমোট ৬৩৭ জন করোনা পজিটিভ হলো।