নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে নতুন করে এক চিকিৎসকসহ ১০ জনের করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত ২৭৬ জন।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩ জন, মির্জাপুরে ৪ জন, মধুপুরে ২ জন, বাসাইলে ১ জন রয়েছে। এ নিয়ে জেলায় চিকিৎসক-পুলিশসহ ২৭৬ জন করোনা আক্রান্ত হলো।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে ৭৮ জন সুস্থ হয়েছে। এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ২১৮৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। ৪৪৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানিয়েছেন, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে মোট ১৬ জন রোগী ভর্তি হয়। এদের সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।