নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে (কোভিড-১৯ )করোনাভাইরাসে নতুন করে আরও ১০জন আক্রান্ত হয়েছেন।এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২৯ জনে।

সোমবার( ১৫ জুন)সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় তিনজন, ঘাটাইল উপজেলায় দুইজন, ধনবাড়ী উপজেলায় দুইজন, ভূঞাপুর উপজেলায় একজন, মির্জাপুর উপজেলায় একজন এবং সখিপুর উপজেলায় একজন রয়েছেন।
তিনি জানান, ঢাকায় পাঠানো নমুনার প্রাপ্ত ফলাফলে আজ ১০ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। এতে করে জেলায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩২৯ জনে। এর মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ২১৫ জন। মৃত্যু হয়েছে ছয়জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৮ জন।