টাঙ্গাইলে নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নতুন করে আরও ১৯ জনের করোনাভা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায়‌ মোট আক্রান্ত ১৬৫ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন। নতুন আক্রান্তদের মধ্যে নাগরপুর উপজেলায় ৫ জন, দেলদুয়ারে ৩ জন, গোপালপুরে ৩ জন, মধুপুরে ২ জন, ঘাটাইলে ১ জন, কালিহাতীতে ১ জন, সখিপুরে ১ জন, মির্জাপুরে ১ জন ও সদর উপজেলায় ২ জন রয়েছেন।

সিভিল সার্জন বলেন, ‘রিপোর্টগুলো স্ব-স্ব উপজেলা প্রশাসনের কাছে পাঠিয়ে রোগীদের বাড়িসহ আশেপাশের বাড়ি-ঘর লকডাউন ও আক্রান্তদের চিকিৎসাসহ অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, জেলায় ১৩২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৯ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে টাঙ্গাইলে আক্রান্তের সংখ্যা ১৬৫ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে ১১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও, ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উল্লেখ করে তিনি বলেন, ‘জেলায় মৃত্যুবরণ করেছেন ৪ জন। আক্রান্তরা টাঙ্গাইল জেনারেল হাসপাতাল, ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ও নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় গাড়ি চাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় গাড়ি চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বুধবার …

Leave a Reply

Your email address will not be published.