টাঙ্গাইলে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত


নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুর ও কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনা দুটি ঘটে। অজ্ঞাত এক যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। অপর দিকে কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত আরেক যুবক নিহত হয়েছে। সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দবন এক্সপ্রেস ট্রেনটি জোকারচর এলাকায় পৌছালে অজ্ঞাত যুবক রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। ঘটনার সত্যতা স্বীকার করে বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশন মাষ্টার আব্দুল মান্নান বলেন, লাশের পরিচয় না পাওয়ায় রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

মির্জাপুরে বাবাকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে বাবা আউয়ালকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান …

Leave a Reply

Your email address will not be published.