নিজস্ব প্রতিবেদক: হটাৎ করেই গেল সোমবার রাত থেকেই পেঁয়াজের দাম বৃদ্ধি পায়। তাই টাঙ্গাইলে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়ে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের পার্ক বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পেঁয়াজের মূল্য তালিকা না টাঙানোয় এবং ক্রয়কৃত পেঁয়াজের চালান দেখাতে না পারার অপরাধে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম। তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সারা দেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে টাঙ্গাইল জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজারটি মনিটরিং করা হয়। একই সঙ্গে অহেতুক বাজার পরিস্থিতি অস্থিতিশীল না করতে সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়।এসময় অযথা কোনও ব্যবসায়ী পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।