টাঙ্গাইলে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ১

টাঙ্গাইলে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ১

টাঙ্গাইলে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : প্রতারণা ও ছিনতাই করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ । গ্রেফতারকৃত ব্যক্তি মো. রফিককে (৪৫) টাঙ্গাইল সদর উপজেলার বৈল্যা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে ভূঞাপুর উপজেলার পূর্ব ভূঞাপুর এলাকার মো. বদির আলীর ছেলে।

টাঙ্গাইলে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ১
টাঙ্গাইলে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ১

মামলার বিবরনে জানাযায়, আসামি রফিক ও তার সহযোগী মেহেদী হাসান উজ্জ্বল ২০১৮ সালের ০৩ আগস্ট (শুক্রবার) বাদী মো. মোজাম্মেল হককে বাড়ি থেকে ডেকে ভূঞাপুর পশু হাসপাতালের পাশে নিয়ে যায় এবং তার কাছে চার লক্ষ টাকা চাঁদা দাবি করে। বাদী মো. মোজাম্মেল হক টাকা দিতে অস্বীকার করলে তাকে লোহার রড দিয়ে মারপিট করতে থাকে। একপর্যায়ে মোজাম্মেল হক মাটিতে পড়ে গেলে তার সাথে থাকে ব্যবসায়িক এক লক্ষ ২০ হাজার টাকা জোর করে ছিনিয়ে নেয়। এই ঘটনায় মোজাম্মেল ভূঞাপুর থানায় মামলা করতে গেলে থানায় মামলা নেয়নি। পরে মোজাম্মেল ভূঞাপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করে। সি. আর মামলা নং – ১৫৭/২০১৮, তারিখ- ২৮/০৮/২০১৮। এরপর আসামি রফিক বাদী মোজাম্মেলকে বিভিন্ন সময় মামলা উঠিয়ে নেয়ার হুমকি দিতে থাকে। এসময় ভূঞাপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত আসামি রফিকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। তখন থেকেই আসামি রফিক পলাতক ছিল। তারপর গত ০৩ নভেম্বর তাকে সদর থানার বৈল্যা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ ।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন গ্রেফতারের ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় গাড়ি চাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় গাড়ি চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বুধবার …

Leave a Reply

Your email address will not be published.