টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক বিক্রেতা নিহত

লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে মো. আফজাল (৩৫) নামে এক শীর্ষ মাদক বিক্রেতা নিহত হয়েছেন। শুক্রবার(১৩ জুলাই) ভোরে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের বেগুনটাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাদক বিক্রেতা আফজাল বেগুনটাল গ্রামের আব্দুল করিমের ছেলে। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে র‌্যাব সদস্যরা সদর উপজেলার বেগুনটাল এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী কয়েক জন মাদক বিক্রেতা র‌্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। পরে র‌্যাব সদস্যরা নিজেদের জানমাল ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক বিক্রেতারা পিছু হটে এবং পালিয়ে যায়। এ সময় এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ ব্যক্তি আফজাল ওই গ্রামের আব্দুল করিমের ছেলে ও শীর্ষ মাদক বিক্রেতা বলে নিশ্চিত হন র‌্যাব সদস্যরা।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে একটি ৭.৬৫ মিমি. বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, ২০০ বোতল আমদানি নিষিদ্ধ ফেনসিডিল, এক হাজার ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

টাঙ্গাইল জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা কারাগারে লাল মিয়া (৩৮) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published.