টাঙ্গাইলে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে বিএনপির ত্রান বিতরণ

নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নে, বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপি। রবিবার (০৯ আগস্ট)সকালে ছিলিমপুর ইউনিয়নের ছিলিমপুর, বরুহা, গালুটিয়া ও পাকুল্যা গ্রামে, পানি বন্দী দুঃস্থ পরিবারের মাঝে চাউল, চিড়া, মুড়ি, গুড় স্যালাইনসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল জানান, করোনা ভাইরাসের এই মহামারিতেই হানা দিয়েছে বন্যা, কর্মহীন মানুষগুলো দিশেহারা হয়ে এদিক ওদিক ছোটা ছুটি করছে। এই সময় তাদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে কর্মহীন ও খাদ্য সংকটে থাকা দরিদ্র পরিবারগুলোর কাছে পৌছে দেওয়া হচ্ছে সাধ্যমত ত্রান সামগ্রী।
এ সময় ছিলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব উদ্দীন মাষ্টার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আবিদ হোসেন ইমন, যুগ্ম-সম্পাদক খন্দকার রফিকুল ইসলাম রফিক, জেলা কৃষক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম রাজা,সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলাম, থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মামুন রেজা মিল্টন, ইউনিয়ন যুবদলের সভাপতি হুরমুজ তালুকদার, সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল-আমীন হোসাইন সাদ্দাম, ছাত্রদল নেতা মোঃ আল-আমীন’সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

কালিহাতীতে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে মাদরাসা থেকে ঝুলন্ত অবস্থায় রাকিবুল (১১) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published.