আঃ রশিদ তলুকদার, টাঙ্গাইলে ২০২০-২০২১ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় “বায়োফ্লক বিষয়ক” একদিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর দুপুরে টাঙ্গাইল সিনিয়র মৎস্য কার্যালয়ের বাস্তবায়নে সদর উপজেলা পরিষদে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, স¤প্রসারণ কর্মকর্তা চয়ন সরকার প্রমুখ। “বায়োফ্লক” প্রদ্ধতিতে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষন কর্মস‚চিতে টাঙ্গাইল সদর উপজেলার ২০জন প্রান্তিক চাষী অংশ গ্রহন করেন। এসময় বায়োফ্লক প্রদ্ধতিতে মৎস্য চাষে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।