নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলে বিএনপির শোক র্যালী মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাসানুজ্জামিল শাহিন ও যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে একটি শোক র্যালী বের করতে পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়।

এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত শোক র্যালীতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান জিন্নাহ, আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির আহবায়ক আজগর আলী, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক হাদিউজ্জামান সোহেল, সদস্য সচিব আব্দুর রৌফ, শহর বিএনপির আহবায়ক মেহেদী হাসান আলীম, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক শাহীন আকন্দ, সদস্য সচিব এজাজুল হক সবুজ, জেলা কৃষকদলের আহবায়ক দিপু হায়দার, সদস্য সচিব সামীমুর রহমান খান সামীমসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা।