নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার(৮ ফেব্রুয়ারি) ৬৩তম ঐতিহাসীক কাগমারী সম্মেলন দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ে ভাসানী পরিষদের উদ্যোগে কাগমারী সম্মেলনের ৫০ বছর পূর্তি স্মারক স্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।কর্মসূচিতে ভাসানী পরিষদের কার্যকরী সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ভাসানী পরিষদের কার্যকরী সভাপতি মুহাম্মদ ইপিয়ার হোসেন, সাধারণ সম্পাদক এমএ আজাদ সোবহানী আল ভাসানীসহ ভাসানী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।