টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৩৮ তম জন্মবার্ষিকী পালিত

আঃ রশিদ তালুকদার : টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষ্যে বুধবার(১২ ডিসেম্বর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাজারের সামনে গিয়ে শেষ হয়। মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন ও শিক্ষক কর্মকর্তা সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে মাওলানা ভাসানীর পরিবারবর্গ, ভাসানী ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাসানীর মাজারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এদিকে, ১২ ডিসেম্বর বুধবার বিকালে এই মহান নেতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দোয়া মাহফিল, মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

টাঙ্গাইলে মহান বিজয় দিবস উদযাপিত

আঃ রশিদ তালুকদার : টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির …

Leave a Reply

Your email address will not be published.