টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিকান্দার জুলকার নাইম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত দম্পতি হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মীর দেওহাটা গ্রামের কালু মিয়া ও স্ত্রী রানী বেগম।টাঙ্গাইল আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মনিরুল ইসলাম খান জানান, দণ্ডিত দম্পতিকে ২০১০ সালের অক্টোবর মাসে ৬ লিটার ভারতীয় ফেনসিডিলসহ গ্রেফতার করে মির্জাপুর থানা পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে ওই দম্পতির অপরাধ প্রমাণিত হওয়ায় আজ এ রায় দেন বিচারক।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

মির্জাপুরে বাবাকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে বাবা আউয়ালকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান …

Leave a Reply

Your email address will not be published.