নিজস্ব প্রতিবেদকঃ চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে মাস্ক না পরায় টাঙ্গাইলে তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মরিয়াম খাতুন।
তিনি বলেনন, সরকারি আদেশ অমান্য করে মাস্ক না পড়ে বাইরে ঘোরাফেরা করছিলেন তারা। এ কারণে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩শ’ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ।