নিজস্ব প্রতিবেদক:করোনাভাইরাস প্রতিরোধে ও জনসচেতনা সৃষ্টির লক্ষে টাঙ্গাইলে মাস্ক ব্যবহার না করায় আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ মার্চ) দুপুরে শহরের গুরত্বপূর্ণ এলাকায় সদর উপজেলার সহকারি কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় জনসাধারণের মাঝে মাস্কও বিতরণ করা হয়েছে।ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, জেলা প্রশাসকের নির্দেশে করোনাভাইরাস প্রতিরোধে শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনা সৃষ্টির লক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।এ সময় মাস্ক ব্যবহার না করে চলাচল করায় তিনজনকে ৮০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।