আঃ রশিদ তালুকদার : টাঙ্গাইলে শহরের দেওলা এলাকায় ১৪ নভেম্বর বুধবার অভিযান চালিয়ে ৪৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। টাঙ্গাইল জেলা প্রশাসন ও টাঙ্গাইল তিতাস গ্যাস কোম্পানী দিনব্যাপী ওই যৌথ অভিযান পরিচালনা করে। টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান ও সুচি রানী সাহা ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান জানান, সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে ওই এলাকার চারটি স্থানে বাসাবাড়িতে প্রায় ৪৭টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় গ্যাস সঞ্চালনের অবৈধ মালামাল জব্দ করা হয়। তিনি বলেন, এভাবে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে।
উচ্ছেদ অভিযানে তিতাস গ্যাস টাঙ্গাইল শাখার সহকারী ব্যবস্থাপক তৌফিকুর রহমান উপস্থিত ছিলেন।