আ: রশিদ তালুকদার ঃ টাঙ্গাইলের শীর্ষ সন্ত্রাসী আতিকুর রহমান ওরফে ‘কোয়ার্টার রনি’র(২৮) দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুনিরা সুলতানা শুনানি শেষে এই আদেশ দেন। এরআগে রোববার বিকালে ১০দিনের রিমাণ্ড আবেদন করে পুলিশ কোয়ার্টার রনিকে আদালতে পাঠায়। রিমাণ্ডকৃত আতিকুর রহমান ওরফে কোয়ার্টার রনি টাঙ্গাইল শহরের দেওলা এলাকার বেলায়েত হোসেনের ছেলে।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি-দক্ষিণ) অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৫ অক্টোবর) ঢাকার নিউমার্কেট এলাকা থেকে পুলিশের সহযোগিতায় রনিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গত ৫ সেপ্টেম্বর দায়েরকৃত একটি অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ ৫টি মামলা রয়েছে।
ওসি আরো জানান, গ্রেপ্তারকৃত রনিকে রোববার বিকালে ১০ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালতের বিচারক শুনানি শেষে দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।