নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌরসভার ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদকে একাধিক মামলায় গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে মোর্শেদের বিশ্বাস বেতকা বাসা থেকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, আতিকুর রহমান মোর্শেদের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা, হত্যা, লাশ গুম, অবৈধ অস্ত্র, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।আইন শৃংঙ্খলা বাহিনীর মোর্শেদের বিশ্বাস বেতকা বাসায় অভিযান পরিচালনা চালাচ্ছে। অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।