নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী হোস্টেলে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে এ চুরির ঘটনা ঘটে। করোনাকালীন বন্ধ পেয়ে হোস্টেল ফাঁকা থাকার সুযোগে চুরি হয়েছে কয়েক লাখ টাকার মালামাল।কলেজ অধ্যক্ষের আবাসিক ভবনের ২০-২৫ গজের মধ্যে এমন চুরি সংঘটিত হলেও কেউই টের পায়নি বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।তবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে চুরির ঘটনা জানতে পারার ১দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন আইনগত বা প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নেয়নি কতৃপক্ষ।