টাঙ্গাইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন ১৫ জন

মামুন সরকার ভূঞাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে আওয়ামী লীগের ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। প্রথমদিন শুক্রবার ১১ জন, দ্বিতীয় দিন শনিবার ২ জন এবং তৃতীয়দিন রবিবার ২ জন মনোনয়নপত্র কিনেছেন।

এরা হলেন বর্তমান এমপি খন্দকার আসাদুজ্জামান, বর্তমান সংসদ সদস্যের ছেলে মশিউজ্জামান রোমেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোটমনির, উপজেলা সাবেক সভাপতি খন্দকার গিয়াস উদ্দিন, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী, বীর মুক্তিযোদ্ধার রফিকুল ইসলাম, হারুনুর রশীদ বীরপ্রতিক, এডভোকেট শামসুল আলম, কেন্দ্রীয় সাবেক নেতা রফিকুল ইলমাম মঞ্জু, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুল হালিম মিয়া ,ভূঞাপুর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, এ কে এম শহিদুর রহমান , এবং আসলাম খান।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ- সালাউদ্দিন আহমেদ 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *