টাঙ্গাই‌লে ট্রাক চাপায় কর্তব‌্যরত অবস্থায় পু‌লিশ সদস‌্য নিহত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাই‌লে ট্রাক চাপায় কর্তব‌্যরত অবস্থায় ট্রা‌ফিক পু‌লি‌শের এক সদস‌্য নিহত হ‌য়ে‌ছে। নিহত সাইদুল ইসলাম টাঙ্গাইল সদর ট্রা‌ফিক পু‌লি‌শে কর্মরত ছিল। মঙ্গলবার (০৪ ফেব্রুয়া‌র) সকাল সা‌ড়ে ৮টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের রাবনা বাইপাস এলাকায় এই ঘটনা ঘ‌টে।


টাঙ্গাইল ট্রা‌ফিক পু‌লি‌শের ( প্রশাসন) ইনচার্জ মো. র‌ফিকুল ইসলাম সরকার ব‌লেন, মহাসড়‌কের এ‌লেঙ্গা হ‌তে রাবনা বাইপাস হ‌তে যে প‌রিবহনগু‌লো টাঙ্গাইল শহ‌রের দি‌কে যায় সেই প‌রিবহনগু‌লো যাওয়ার জন‌্য ঢাকা থে‌কে এ‌লেঙ্গাগামী বালুবা‌হি ট্রাক‌কে সিগনাল দেয়। কিন্তু চালক পু‌লি‌শের ওই সিগনাল‌কে না মে‌নে দা‌য়িতরত্ব পু‌লিশ সদ‌স্যের ওপর গা‌ড়ি তু‌লে দেয়। এ‌তে ঘটনাস্থ‌লে ট্রা‌ফিক পু‌লিশ সদস‌্য সাইদুল মারা যান। এঘটনায় ঘাতক ট্রাক‌টি‌কে আটক কর‌তে পার‌লেও চালক ও হেলপার পা‌লিয়ে‌ছে ।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

মির্জাপুরে বাবাকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে বাবা আউয়ালকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান …

Leave a Reply

Your email address will not be published.