ডিসেম্বরের মধ্যেই এ সরকারের পতন হবে -আযম খান

নিজস্ব প্রতিবেদক : ‘স্বৈরশাসক এরশাদের পতনের জন্য ৯ বছর লেগেছিলো। এ সরকার তার চেয়েও অনেক বেশি কর্তৃত্ববাদি অনেক বেশি স্বৈরশাসক। বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক আহমেদ আযম খান সোমবার (৩০ মে) দুপুরে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকীতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আলোচনা সভা ও রান্না করা খিচুড়ি বিতরণ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি অারো বলেন, আমরা এই সরকারের বিরুদ্ধে প্রায় ১৪ বছর ধরে আন্দোলন করছি। বেশি সময় লাগার কারণ হচ্ছে এ সরকার সমস্ত প্রশাসনকে কৌশলে পকেটে পুড়েছে। আজকে বিচার ও শাসন বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনী সরকারের অনুকূলে। চূরান্ত আন্দোলনের হুইসেল বেজে গেছে। আগামী ডিসেম্বরের মধ্যে এই সরকারের পতন হবে ইনশাআল্লাহ।
সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটো, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম আহবায়ক ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, দেওয়ান শফিকুল ইসলাম, অমল ব্যানার্জী ও সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ। এছাড়া যুবদল, ছাত্রদল, মহিলাদল, মুক্তিযোদ্ধাদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, কৃষকদল জাসাস, শ্রকিদলসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

নিম্মানের খোয়া দিয়ে নতুন সড়ক কার্পেটিং এর কাজ করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ঃ নিম্নমানের খোয়া দিয়ে ৬৪ লাখ টাকার নতুন সড়ক কার্পেটিং এর কাজ করার …

Leave a Reply

Your email address will not be published.