নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও করোনা আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে সারাদেশে যখন নানা পরামর্শ আর নির্দেশনার দিচ্ছে সরকার ঠিক সেই মূহুর্তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের গোড়াই হতে পাকুল্লা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল থেকে এ যানজটের সৃষ্টি হয়।

নানা পরামর্শ আর নির্দেশনার পরেও মানুষের মধ্যে সচেতনতা আসেনি। বরং মানুষ ঘরে থাকার চেয়ে ছুটির মুডে ঘুরে বেড়াচ্ছেন।বাজার, ওষুধের দোকান, মুদি দোকান, হোটেল ছাড়া সব কিছু বন্ধ থাকবে। বিনা প্রয়োজনে কেউ বাড়ির বাইরে বের হতে পারবে না। বের হলে অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে।ছুটি পাওয়ার সাথে সাথে মানুষ ঘর মুখি হয়ে পড়ছে।আর এ জন্য রাস্থায় দোকান পাঠে ভীড় হচ্ছে যানজটের সৃষ্টি হচ্ছে ।
গোড়াই হাইওয়ে থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, করোনাভাইরাসের আতঙ্কে ঘরমুখোদের বাড়তি চাপের কারণে সড়কে যানবাহনের চাপ বেড়েছে। অপরদিকে ধল্লা ব্রীজে এক লেন বন্ধ করে দিয়ে সড়কের নির্মাণ কাজ করায় এ যানজটের সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। তারা এরইমধ্যে কাজ বন্ধ করে দিয়েছে। আশা করি যান চলাচল স্বাভাবিক হবে।