নিজস্ব প্রতিবেদকঃ ২০১৬সালের ইউপি নির্বাচনে মাত্র ১৪৯ ভোটের ব্যবধানে পরাজয়ের পর দুধ দিয়ে গোসল করে সারা দেশে ঝড় তোলা ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আওয়ামী লীগের সেই বিদ্রোহী প্রার্থী রহিজ উদ্দিন আকন্দ উপনির্বাচনে এবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আগের মতোই এবারো আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রহিজ উদ্দিন আকন্দ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৮০০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত মর্তুজ আলী নৌকা প্রতীকে পেয়েছেন ৪৭৭৫ ভোট। এছাড়াও বিএনপি মনোনীত নুরুল আমিন নান্ন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৫৪৮ ভোট। এর আগে ভোটার উপস্থিতি কম থাকলেও সকাল আটটা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম সরকারের মৃত্যুজনিত কারনে এ ইউনিয়নের চেয়ারম্যান পদটি শুন্য হয়।