দেলদুয়া‌রে হাত-মুখ বাঁধা দফতরির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়া‌রে হাত ও মুখ বাঁধা এক যুব‌কের মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।বুধবার (১০ জুলাই) উপজেলার সিলিমপুর ইউনিয়নের সুবর্ণতলী গ্রাম থে‌কে শ‌ফিকুল আসলা‌মের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রা‌মের ইনছান আলীর ছেলে এবং খাদিজা আবু বকর উচ্চ বিদ্যালয়ে দফতরি হিসেবে কর্মরত ছিলেন।

উপজেলার সুবর্ণতলী গ্রামে মরদেহ ঘিরে উৎসুক জনতা

টাঙ্গাইল মডেল থানার এস আই মানিক চন্দ্র দে জানান, খবর পে‌য়ে সদর উপজেলার সুবর্ণতলী গ্রামে একটি মরদেহ পড়ে আছে। খবর পেয়ে আমরা এসে দেখি মরদেহটি সুবর্ণতলীর পাশে দেলদুয়ার উপজেলার ব্রাক্ষনখোলা মৌজায় পড়ে আছে। তাই আমরা দেলদুয়ার থানা পুলিশকে খবর দেই। তারা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত ক‌রে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূইয়া জানান, কী কারণে এই ঘটনাটি ঘটেছে তিনি প্রাথমিকভাবে কিছু বলতে পারেননি। মরদেহটি পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই বাকিটা জানা যাবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

মায়ের জানাযায় অংশ নিতে পারেনি সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু

নিজস্ব প্রতিবেদক :প্যারোলে মুক্তি না পাওয়ায় মায়ের জানাজায় অংশ নিতে পারেনি সাবেক উপমন্ত্রী ও বিএনপির …

Leave a Reply

Your email address will not be published.