দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে আজ রাতে তারাবীহ, কাল থেকে রোজা
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আকাশে আজ সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেছে।
আজ রাতে তারাবীহ কাল থেকে রোজা। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার (১১ মার্চ ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।সভায় ধর্মমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী দেশের আকাশে হিজরি ১৪৪৫ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রমজান মাস।এর আগে সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের মানিকগঞ্জ, শরীয়তপুর, হবিগঞ্জসহ বিভিন্ন জেলার উপ-পরিচালক চাঁদ দেখার সংবাদ জানান। পরে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার সংবাদ জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি।
আপনার মতামত লিখুন