দৈনিক সংগ্রামের টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও কলেজ শিক্ষক এস এম মনিরুজ্জামান আর নেই

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দৈনিক সংগ্রামের টাঙ্গাইল জেলা প্রতিনিধি  ও কলেজ শিক্ষক এস এম মনিরুজ্জামান (৫২) শনিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি প্যানক্রিয়াস ইনফেকশন, ডায়াবেটিস ও প্রেসারসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার মহাখালী শেখ রাসেল গ্যাস্টোলিভার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার (২ মার্চ) তার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। শনিবার ভোর ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি তার পরিবার নিয়ে টাঙ্গাইল শহরের কোদালিয়ায় বসবাস করতেন। সদা হাস্যজ্জল এস এম মনিরুজ্জামান সাংবাদিকতার পাশাপাশি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া টি আর কে এন স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করতেন। তার মৃত্যুর খবরে টাঙ্গাইলের সাংবাদিক মহল ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।নির্ভিক সাংবাদিক মনিরুজ্জামানের অকাল মৃত্যুতে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে যমুনায় পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।রবিবার …

Leave a Reply

Your email address will not be published.