নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক-পিকআপ সংর্ঘষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন।

শনিবার(২৯ আগষ্ট ) সকালে ওই উপজেলার জামতলী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত মো. শিপন জামালপুর সদর উপজেলার পলাশগড় এলাকার কছর আলীর ছেলে।
ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া জানান, জামালপুর থেকে গরুবোঝাই পিকআপটি ঢাকায় যাচ্ছিলো। জামতলী বাসস্ট্যান্ডে পিকআপের একটি চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা গরু ব্যবসায়ী শিপন নিহত ও চারজন আহত হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।