লোকাল নিউজ ডেস্ক ঃ
টাঙ্গাইলের ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী শারীরিক প্রতিবন্ধী সাবিনা খাতুনকে শিক্ষা সহায়তা হিসেবে ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১০ হাজার টাকা ও তাকে চাকরির প্রতিশ্রুতি দিলেন টাঙ্গাইল-২ ( গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। সোমবার বিকেলে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির এবং ¯œাতক(সম্মান ও পাস) প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আর্থিক সহায়তা ও চাকরির প্রতিশ্রুতি প্রদান করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর বেনজীর আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ,পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মাসুদুল হক মাসুদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল ও থানা অফিসার ইন-চার্জ মো. রাশিদুল ইসলাম । শেষে শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।