নলিন বাজারে অগ্নিকান্ডে দোকান পুড়ে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘঠিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) দুপুর ৩ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । এসময় ৫টি দোকানের মালামাল পুড়ে যায়। এ অগ্নিকান্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় ।

প্রত্যক্ষদর্শীরা জানান , প্রথমে বাজারের একটি কাপড়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে গিয়ে বাজারের ৫টি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। এ অগ্নিকান্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা ।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোপালপুর ও ভূঞাপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধিতে সচেষ্ট, একান্ত সাক্ষাৎকারে ডা:আব্দুস সোবহান

মোঃ আব্দুর রহীম মিঞা,ভূঞাপুর : দিন দিন রোগীর সেবার মান বৃদ্ধি পাচ্ছে ৫০ শয্যা বিশিষ্ট্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sahifa Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.